অকপট
বেশ কিছু সময় পর পর কবিতা আসে
সবুজের অপরূপ বিন্দু গুলি
শ্রাবণ ডেকো না
কবিতা সকল অঙ্গে
ঐ যে প্রেয়সী মেঘ উড়ে যায় চমকে চমকে
আমার সদিচ্ছায় কোন বাধা দেয় না
ঐ যে নোয়ানো মাথা গাছেদের
আমি অকপট
কোনো বিদেহী আত্মা গেয়ে চলেছে অভিসারের গান
আমার কোনো দরজা জানালা নেই
গতিহীন আকাশের দিকে তাকিয়ে থাকি
No comments:
Post a Comment