কবিতাঃ অরিন্দম রায়

পরম ব্রহ্মের প্রতি আমার প্রার্থনা

আসুন, একটু নাড়িয়ে দিয়ে যান
এমন দাঁড়িয়ে পড়ে যেন মনে হয় শহীদ মিনার
বহুদিন হয়ে গেল এই খেলা হয় নি আমার
বালক বন্ধুর সঙ্গে দরজা বন্ধ ঘরে
একবার তো মেঘ ফাটিয়ে বৃষ্টি দিন অামায়
টানটান উত্তেজনার শেষে যেভাবে সমাপ্তি অাসে
সেরকমই কিছু একটা ঘটুক
জীবনের ঝুঁকি নিয়ে লোকালয়ে ঢুকে পড়ুক বাঘ!
নিরন্ন শরীরকে অামি নিজে যদি দিতে চাই ভোগ
গণপিটুনির মতো ভয়াবহ ঘটে যাবে না তো?
বাসনা দুরূহ হলে ঘুচে যায় ভয়
'সঙ্গমে মুক্তি নেই' এইকথা জেনে
নিষ্কৃতি পেতে আমি স্বমেহনে যাবো   
তখন সৌধটি যেন বালির প্রাসাদের মতো ভেঙে না পড়ে!

ঘোড়ারোগ

 কোটি টাকার স্বপ্নে
পেট গরম হয়ে যায়
কান ভোঁ ভোঁ করে   
জিভ থেকে স্বাদ চলে যায়
পায়ে ঝিঁঝি
অষ্টপ্রহর আইঢাই
অম্বলের ঢেকুর
লিঙ্গ নেতিয়ে পড়ে
কিছুতেই দাঁড়াতে পারে না
কোটি টাকার স্বপ্নে
মধ্যবিত্তের জীবন
ছ্যাড়াব্যাড়া, ছানা কেটে যায়!
জ্ঞানীগুণীরা একে বলেন  
গরীবের ঘোড়া রোগ    
ঘোড়া তো দূরের কথা
একটা গাধাও তারা কিনে উঠতে পারে না জীবনে!              

বাঘ

লাফিয়েদাপিয়ে বেড়াচ্ছে
বাংলা কবিতার বাঘ
বাংলা অকাদেমির ছাদ থেকে
ঝাঁপিয়ে পড়ছে জীবনানন্দের ঘাড়ে!
আরেকটা লম্ফ দিয়ে পৌঁছে যাচ্ছে
রবীন্দ্রনাথের সামনে!

তারপর
কী বলব মাইরি!
কামড় টামড় না মেরে     
ঢুসিয়েই চলেছে, ঢুসিয়েই চলেছে
যাকে পাচ্ছে তাকে

No comments:

Post a Comment

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com