কবিতাঃ রাজকুমার রায়চৌধুরি


ছন্দ
নড়ে ওঠা ছন্দ পড়ে আছে একলা বিকেল,
আমি পর্যটক, বিরহ নিয়ে ঘুরি মনে মনে
পার হতে পারি না সযত্নে লেখা ওই বিস্ময়।
কাটাকুটি খাতা ঢেউ তোলে, হাওয়া নিভে আসে
ওখানে বসি, নীরব অশ্রুতে ভিজে যায় ডানা।

কোথায় সেই মায়াবী পথ, যায়নি তো ফুরিয়ে?
তছনছ করে কে, ছিটকে আসা রূপ ও চোখে।
ছায়াময় রহস্যটি কাঁপে প্রথম বর্ষের মধ্যে…
ওই প্রেম ক্লাসে ঢুকছে ছন্দের হাত ধরে।

চাউনি
আমাদের জন্যে কোন ঘর বাড়ি নেই,
খেলছি নির্ভয়ে আকাশের সঙ্গে খেলা।
অনন্ত আকাশ তোমার দিকেই চলে যায়…
চুপচাপ ওই এলো কৃষ্ণরঙের বর্ষাকাল…

অল্প অল্প হাওয়া তার মধ্যে নড়ে ওঠে…
পৃথিবীতে কোথায় বসন্ত, কতটা দূরে?
চাঁদের গায়ে ছায়া পড়ে আজ পাখিদের।
প্রকৃতি নির্দেশ দিচ্ছে ক্ষণে ক্ষণে অদৃশ্যে,
জেগে ওঠে শালবন, তোমার ডানার স্রোত
এ লেখা পৌঁছায় না ঠিক অতটা দূরে
শুধু দুলে ওঠে মধ্যদুপুরে একটি গোলাপ
তার লাল আগুন ছিটকে আসে শরীরে।
একটা আনন্দ ছড়িয়ে পড়ে এলোমেলো
তার মধ্যে ধরে রাখি প্রেম ফুলের নামে
আকাশের তলায়, অস্থির এক চাউনিতে।

1 comment:

  1. মুগ্ধ হলাম, বাধ্য হলাম বারবার পড়তে

    ReplyDelete

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com