কবিতাঃ কৃষ্ণ মণ্ডল

না-লোক

লোকটা পাগল

লোকটা চুমুক দিল বোমায়

লোকটা ছিন্নভিন্ন মাংসের টুকরো

লোকটার মতো আরেকটা লোক
মাংসের টুকরো কুড়োতে কুড়োতে
পাগল কিম্বা ক্যানিবাল
কিম্বা লোকটা তুমি
নাকি আমি
নাকি কাগজ হারিয়ে ফেলে
লোকটা আর লোক না!


জার্নাল 

এই লেখা মৃত্যু দেখেছে
কবরের পাশে বসে
সঙ্গ দিয়েছে মৃতের

এ-লেখা ধর্ম খুঁড়ে
একে একে বের করে আনছে
লুপ্ত ভাষার কঙ্কাল, করোটি

এ-লেখা হেরে যাওয়া আর পাঁচটা লেখার মতোই
ফেটে পড়ার প্রস্তুতি নিচ্ছে মনে মনে

আমি নীচে অপেক্ষা করছি

ছিন্নভিন্ন লেখার টুকরো পাশে নামিয়ে
চিতা সাজাচ্ছি
শুকনো দ্বিধাহীন   চিতা

No comments:

Post a Comment

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com