আমাদের কথা





বিদ্যাসাগর গরীবের স্পর্ধা

সিসিফাস। গ্রীক পূরণের বেচারা সিসিফাস। এমনই অভিশপ্ত তার জীবন যে সারাটা জীবন ধরে একটা পাথরকে খাড়া পাহাড়ের গা বরাবর ঠেলে ওপরে তোলে। যতবার তোলে ততবার সেই পাথর গড়িয়ে পড়ে যায়। আবার ঠেলে তোলে আবার গড়িয়ে পড়ে যায়...

একদল লোক নিজের দেশেই বেনাগরিক হয়ে যাওয়ার ভয়ে, আশ্রয় হারাবার ভয়ে প্রতিদিন রাস্তায় এসে বসে, ভোট এলে ভোট দেয় আবার ভয়ে রাস্তায় এসে বসে। আবার ভোট দেয়।

একটা স্কুলে টিফিনের ঘন্টা পড়লে একদল ছেলে মিড ডে মিল খাওয়ার ঘরের দিকে ছুটে যায়। প্রায় হুমড়ি খেয়ে পড়ে ভাতের ওপরে। গরম ভাত। ডাল পাতে পড়ার আগেই ভাত শেষ হয়ে যায়। পড়ার দিকে মন নেই। শুধু খাওয়ার দিকে মন। আবার পরের দিন স্কুল আসে । আবার টিফিনের ঘন্টা পড়ার সাথে সাথে ছুটে যায়। আবার পড়ার দিকে মন নেই। আবার শুধু খাওয়ার দিকে মন।

একটা বাচ্চা প্রতিদিন সকাল বেলা ফুটপাথে ঘুমিয়ে ওঠে। ট্রেনে ভিক্ষা করে। ফিরে এসে ফুটপাথে ঘুমায়। আবার সকাল বেলা ঘুম থেকে উঠে ভিক্ষে করতে যায়।

একটা মেয়ে বনগাঁ থেকে লোকাল ট্রেনে কলকাতা যায়। ঝি’গিরির কাজ খোঁজে। কাজ পায় না। আবার ফিরে আসে। পরদিন আবার যায়।
রবার্ট ব্রুসের সামনে মাকড়সাটা জাল বোনে। ছিঁড়ে যায়। আবার জাল বোনে। আবার ছিঁড়ে যায়। জালটা বোনা হয়না।

অযোধ্যা পাহাড়ের ওপরের গ্রাম গুলোতে বাচ্চা জন্মায় ।

বাচ্চা গুলো মরে যায়। আবার বাচ্চা জন্মায়। আবার মরে যায়।

এই নিস্ফলা লুপের মধ্যেই জীবন কাটে।"পৃথিবীতে ঢের জন্ম নষ্ট হ’য়ে গেছে জেনে, তবু" -"পৃথিবীর বীজক্ষেতে আসিতেছে চলে...জন্ম দেবে জন্ম দেবে বলে..."
আসলে সিসিফাসরা অপেক্ষা করে। অপেক্ষা করে একজন স্পার্টাকাস বা একজন বিদ্যাসাগর এর। খেয়াল করে দেখেছেন, বর্ণপরিচয় আসলে একটা জব্বর হাতিয়ার! বিদ্যাসাগর নিজের জীবনকালে প্রায় চল্লিশ লক্ষ যোদ্ধার হাতে এই হাতিয়ার তুলে দিয়েছিলেন! গ্রাম দিয়ে শহর ঘেরার সেটাই শুরু ! শান্তিপুরের তাঁতীরা তাঁত বুনতে বুনতে গাইতে লাগলো...পরে তাঁতের শাড়িতে মুদ্রিত হল...

"বেঁচে থাক বিদ্যাসাগর চিরজীবী হয়ে
সদরে ক’রেছ রিপোর্ট বিধবা রমণীর বিয়ে।।
কবে হ’বে হেন দিন, প্রকাশ হবে এ আইন,
জেলায় জেলায় থানায় থানায় বেরুবে হুকুম.
বিধবা রমণীর বিয়ের লেগে যাবে ধুম।"


বাঙালির নয়, বিদ্যাসাগর গরীবের স্পর্ধা।


*ছবি গুগল থেকে সংগৃহীত।

3 comments:

  1. সিসিফাস তো চেষ্টা চেষ্টা আবার চেষ্টা। সফলতা নেই। রবার্ট বুশ পেরেছিলেন। মাকড়সা পেরেছিল। আমরাও পারবো।

    ReplyDelete
  2. "আমরা বেঁচে থাকার জন্য যা যা করি তারই নাম দিয়েছি জীবন।"
    আলবার্ট কাম্যু।

    ReplyDelete
  3. লড়াই চালিয়ে যেতে হবে। সফলতা যদি আসে লড়াইয়ের মাধ্যমেই আসবে। বিনা যুদ্ধে এই পৃথিবীতে কিছুই পাওয়া যায় না।

    ReplyDelete

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com