কবিতাঃ জিশান রায়



ছবি

শুকনো পাতার মতোই ঝরে পড়ছে
                                   দিনগুলো
দু-দিন যেতে না যেতেই
              হলুদ হয়ে আসে ঘটনাসম্ভার

দিন ফুরোবে এরপর
প্রান্তরে দাঁড়িয়ে থাকবে
                      ন্যাড়াগাছ
আঁকাবাঁকা ডালে উড়ে বসবে ক্লান্ত পাখি
পিছনের আকাশে বদলে বদলে যাবে রঙ
দ্রুত পেরিয়ে যাওয়ার ফাঁকে, আড়চোখে
                            ভাববে কেউ কেউ
                     দারুণ একটা ছবি হতে পারত


চাকা

সব ফুরিয়ে আসার আগে
এই নদীর ধারে বসেছি

কমরেডস, আমরা কি ঘুরে দাঁড়াব
              বদলে দেব গতিপথ

নদী হেসেই লুটোপুটি
অসীমবাবু কিছু বলবেন বলে উশখুশ করছেন

নদীরও তো কিছু বলার থাকতে পারে

সবাই দেখছি অন্যমনস্ক, নখ খুঁটছে দাঁতে
কখন তাদের বলতে দেওয়া হবে

শুধু গাছগুলোই কয়েক আলোকবর্ষ
                        কেমন নিরুত্তাপ, থমথমে
ধ্বংসের আগেও রা নেই মুখে

এক একটা গাছের গুঁড়ি কেটে, এবার কি তবে
              গড়িয়ে দেব নীরবতা, কমরেডস 

1 comment:

  1. ভালো কবিতা। দারুণ ছবি। চাকা ঘোরাতেই হবে।অভিনন্দন।

    ReplyDelete

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com