কবিতাঃ সৌম্যজিৎ রজক


এন পি আর-এর ছড়া
প্রধানমন্ত্রী রাতের বেলা
লোক পাঠাবে ঘরে 
নাম ঠিকুজি চোদ্দগুষ্ঠি
হিসেব নেবে ভোরে

হিসেব নেবে প্রধানমন্ত্রী
জবাব দেবে লোকে
খেলার নিয়ম গণতন্ত্রের
পাল্টে গেছে কবে

দু'কোটি কাজ, পনের লক্ষ
আচ্ছেদিনের ওয়াদা?
ওসব ছাড়ো, প্রশ্ন এখন
কে কালো, কে সাদা

কে নাগরিক বৈধ (এবং)
ডাউটফুল কে কে
হিসেব হবে এবার থেকে
নামের বানান দেখে

বানান হয়ে বাঁচতে হবে
বানান হয়ে মরতে
নিজের দেশে থাকতে পাবে
আবেদনের শর্তে

No comments:

Post a Comment

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com