কবিতাঃ যযাতি দেবল




ফাঁকা

সামনে অন্ধকারও নেই।
ফাঁকা!
নানান কালোতে অন্ধকার আঁকা
সরল, সহজ, সোজা।
জায়গাটা ফাঁকা বলেই,
রঙ্ নেই, কিছু নেই, কেউ নেই।
হয়না!
কিছুতেই ভরাট হয়না


অভিমান

বাগান খালি করে সব ফুল দিয়েছি তোকেই
আর নেই, কিছু নেই:
কিভাবে অঞ্জলি দেব সচন্দন গন্ধপুষ্প
দাঁড়িয়ে রয়েছি ঠায় হরিতকী বৃক্ষের নীচে,
পাকা হরিতকী পেলে মিটে যাবে আজন্মের খিদে!

#
আমার বাগানে আর কোনও কবিতার অংশ পড়ে নেই
হাওয়ায় নিমফুলের গন্ধে
বেজে ওঠে পুরানো বাঁশিটি:
পরিকাব‍্যে সুর তোলে মৃদু অভিমানে...

No comments:

Post a Comment

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com