কবিতাঃ আশরাফুল মন্ডল



ফুঁ

কোলাহল বারান্দায় অথই স্তব্ধবাক
হাড়ভাঙা আলসেমি চুঁয়ে নেমে আসা স্বাদ
রোদ ভেজা সন্ধ্যা কুড়িয়ে আনে স্নান
মুখরতা ভেলায় খয়েরী রঙের উড়ন্ত রোদন
চাঁদ ওঠা বাতাসে কোনো এক মায়াবী সাঁতার
তোমার ওড়নায় জড়ানো কিশোরীবেলা
এই তো পেতেছি হাত ছুঁয়ে দেখো মধুমাস বহর
ইশারা মানেই তো চলে যাওয়া নয়
মুহূর্ত বেঁধে রাখে ঘাসে ছড়ানো মৌনতা
বাসি গল্পের মালসায় এখনও জমে আছে আঁচ
ফুঁ সকল পাড়ি দেয় কচি কলাপাতা রং
ঝাঁকে ঝাঁকে নেমে আসা মহল্লায় কাকাতুয়া ঠোঁট
খুঁটে খাওয়া সে তো আবহমান.....

বাঁশির সুরে মনখারাপের উড়ো ছাই
মরণফাঁদ দুয়ো দুয়ো.....

বুকের ভেতর হরিৎ ঝিরিঝিরি
আঁচলা জুড়ে আলো আলো...

অভিনব প্রণয়ের পান্ডুলিপি

সীবীচে দাঁড়িয়ে আগন্তুক রৌদ্রকণার চোখ খুবলে নিচ্ছে সমুদ্রের অন্দরমহল
জলরাশির সেয়ানা শরীর এঁকেবেঁকে ঢেউয়ের সঙ্গে মিশিয়ে দিচ্ছে উপহাস
অগাধ শূন্যতায় পাড়ি জমানো বালিহাঁসেরা আড়চোখে দেখে নিচ্ছে রৌদ্রকণার অভিসন্ধি
অনড়  লকলকে জিভ সেঁধিয়ে যাচ্ছে জলরাশির নাভিকুন্ডের ঘেরাটোপ
ধেয়ে আসা ঢেউয়ের দাপাদাপিতে জেগে উঠছে সীবীচের নধর দেহ
বেহায়া রৌদ্রকণার ঠাই দাঁড়িয়ে থাকা স্পষ্ট করছে নিষিদ্ধ নগরীর চালচিত্র
জলের অবয়ব ছুঁয়ে যাওয়াটুকুই লম্পট রৌদ্রকণার ভবিতব্য
আলোড়নহীন জলের গভীরে অগোচরে আঁকা হয় সীবীচের মদির চুম্বন
জলরাশির অন্দরমহল অপরূপ সানাইয়ের সুরে আবেশে বুজে চোখ
দাঁড়িয়ে থাকা রৌদ্রেকণা সবেগে তাড়িয়ে দেয় প্রহরী জলো হাওয়া
রচিত হয় অভিনব প্রণয়ের পান্ডুলিপি

ফসিল হবার আগে

বাজপাখির ধারালো নখে বেচারা মানচিত্র
উড়নচণ্ডী হাওয়ার দু' গালে অশ্রুর ফেনা
দিশেহারা আমরা তাকিয়ে আছি বিস্ময়
দারুচিনি দ্বীপ সুদূর পরাহত
আকাঙ্ক্ষার বীজ নাভিশ্বাসে মুহুর্মুহু
আমাদের বুকচাপড়ানো
হাহুতাশ কিংবা তীরন্দাজ ব্যর্থতা
ফুটিফাটা ঘর হারানো মেহফিল
বারুদ বারুদ দীর্ঘশ্বাস
হরদম খুবলে নেয় নখরাঘাত

মহাশূন্যের এক কিনারায় ফাল্গুনী রাত
আর একটি বাতাবি গাছের নির্ভয় নাচ
নিচুতলার স্বপ্নেরা অনায়াস দর্শক
উপর থেকে ঝরে পড়ছে ক্লোরোফিল
তবুও নেই উদ্দামতা কুড়িয়ে পাওয়া গড়াগড়ি
বাজপাখির নখ এগিয়ে আসছে ক্রমশ
কুঁকড়ে যাওয়া চালচিত্র আর কতদিন

আমাদের চাই এক নদী ফাল্গুনী রাত
আয়ুধ চাই বাতাবি গাছের নির্ভয় নাচ
একদিন মহাশূন্য গিলে নেবেই বাজপাখি নখ

উড়িয়ে দিই ঝুড়ি ঝুড়ি যন্ত্রণার আর্তনাদ
ফসিল হবার আগেই
আমরা উচ্চারণ করি বাঁচতে চাওয়া ভাষা
আর নির্ভয় পাখা ছড়াক সবাক মানচিত্র

4 comments:

  1. খুব সুন্দর

    ReplyDelete
  2. ধন্যবাদ। ভালো থাকবেন।

    ReplyDelete
  3. তিনটি কবিতায় সুন্দর। দ্বিতীয় কবিতার দ্বিতীয় ও তৃতীয় লাইন অসাধারণ।
    একজন জাত কবির উচ্চারণ। অনেক অনেক শুভেচ্ছা

    ReplyDelete
  4. ধন্যবাদ প্রিয় কবি। খুব ভালো থাকবেন।

    ReplyDelete

যোগাযোগ ও লেখা পাঠানোর ঠিকানাঃ spartakasmagazine@gmail.com